|

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৬:৪৪ অপরাহ্ন | জুলাই ২১, ২০১৯

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্মানি ভাতা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ‘গ’ তালিকাভুক্ত (আপত্তি) ভাতা বঞ্চিত কতক মুক্তিযোদ্ধারা। রবিবার পৌর সদরস্থ হলি চাইল্ড স্কুলে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুক্তিযোদ্ধা মর্তুজ আলী জানান, ১৯৯৬ সাল থেকে তারা ভাতা পেয়ে আসলেও গত গত ১৯ ফেব্রুয়ারী ২০১৭ সালে তাদের অনুপস্থিতিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ভুল তথ্য দিয়ে ‘গ’ তালিকাভুক্ত করায় তাদের সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যেকেই ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেছেন। বর্তমানে ভাতা বন্ধ থাকায় তারা সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধারা ভীষণ কষ্টে দিনযাপন করছেন।

ভাতা চালুর বিষয়ে প্রধানমন্ত্রী সহ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সহৃদয় হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল হাশিম, মর্তুজ আলী, পরিতোষ মিশ্র, মজিবুর রহমান, মৃত আব্দুল কদ্দুছ তারা মিয়ার ছেলে আমিনুল ইসলাম ও মৃত আব্দুল কদ্দুছের স্ত্রী ফজিলাতুন নেছা প্রমুখ।

দেখা হয়েছে: 567
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪