|

ঈশ্বরগঞ্জে সুহৃদ সমাবেশের মাদকবিরোধী প্রচারাভিযান

প্রকাশিতঃ ৫:৫৮ অপরাহ্ন | ডিসেম্বর ২৭, ২০১৯

ঈশ্বরগঞ্জে সুহৃদ সমাবেশের মাদকবিরোধী প্রচারাভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী প্রচারাভিযান করেছে সমকাল সুহৃদ সমাবেশ। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে থেকে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তুলতে সুহৃদ সমাবেশের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে চলতি বছরের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাদকবিরোধী প্রচার চালানো হয়। শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার করে করানো হয় শপথ।

মাদকের বিরুদ্ধে সুহৃদ সমাবেশের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ পৌর বাজারে শোভাযাত্রার আয়োজন করা হয়। সুহৃদ সমাবেশের আয়োজিত প্রচারাভিযানে মাদক নিয়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে সুহৃদরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের সামনে থেকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান নিয়ে শোভযাত্রাটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

সুহৃদ সমাবেশ আয়োজিত মাদকবিরোধী প্রচারাভিযানে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবদুল হাদী প্রমুখ।

সুহৃদ সমাবেশের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের নেতৃত্বে আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সুহৃদ মহিউদ্দিন রানা, মো. মোস্তাকীম, আরিফুল হক, ফয়সাল আহমেদ, শরিফুল আলম, সাখাওয়াত হোসেন, আরিফুল বালার রিয়াদ, ইশতিয়াক আহমেদ রনি, হাবিবুল্লাহ, মশিউর রহমান টিটু, বোরহান আকন্দ জয়, অজয় দাস, নাঈম বাশার, সূর্য নন্দী, মো. লিংকন ভুঁইয়া, পারভেজ, শেখ মাহমুদ নানক, জহির প্রমুখ।

দেখা হয়েছে: 591
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪