|

উন্নয়ন বরাদ্দ পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাসিকের আনন্দ র‌্যালি

প্রকাশিতঃ ৫:২১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২৯৩১ দশমিক ৬২ কোটি টাকা একনেক সভায় অনুমোদিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন ও অভিনন্দন জানিয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার সময় রাসিকের নগর ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে কামরুজ্জামান চত্বর,নিউ মার্কেট,সাহেববাজার,সোনাদিঘী মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজশাহীবাসীর জন্য মুজিববর্ষের সেরা উপহার ২৯৩১ দশমিক ৬২ কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে জ্ঞাপন ও অভিনন্দন জানানো হয়। এতে উপস্থিত ছিলেন,সমাজসেবী শাহীন আকতার রেনী, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, কাউন্সিলদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, কামাল হোসেন, রুহুল আমিন, মোঃকামরুজ্জামান, মোঃ নূরুজ্জামান, মতিউর রহমান, এসএম মাহবুবুল হক, আব্বাস আলী সরদার, আব্দুল মমিন, আনোয়ার হোসেন, আব্দুস সোবহান, বেলাল আহমেদ, শাহাদত আলী শাহু, শহিদুল হক, তৌহিদুল হক সুমন, রবিউল ইসলাম, মাহাতাব হোসেন চৌধুরী, আরমান আলী, তরিকুল আলম পল্টু, আনোয়ারুল আমিন, আশরাফুল হাসান, শহিদুল ইসলাম পিন্টু, জোন কাউন্সিলর আয়েশা খাতুন, মুসলিমা বেগম বেলী, শিরিন আরা খাতুন, শামসুন নাহার, মাজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, লাইলি বেগম, সুলতানা রাজিয়া, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ রাসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিডিসির সদস্যবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ প্রমুখ। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় রাজশাহীর উন্নয়নের জন্য প্রকল্পটি ২৯৩১ দশমিক ৬২ কোটি টাকা অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেখা হয়েছে: 329
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪