|

পুঠিয়ায় একমি কোম্পানীর ইকোস্প্রিন ওষুধ উধাও

প্রকাশিতঃ ৯:৪৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ১০, ২০১৯

পুঠিয়ায় একমি কোম্পানীর ইকোস্প্রিন ওষুধ উধাও

মোঃ মারসিফুল ইসলাম(সুইট) পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় একমি কোম্পানীর ইকোস্প্রিন ওষুধ উধাও হয়ে পড়েছে। গত দুই দুই সপ্তাহ থেকে এই ওষুধ সেবনকারীরুগীরা পুঠিয়া উপজেলার সদরসহ ফার্মেসীতে গিয়ে ওষুধ না পেয়ে ফিরে আসার অভিযোগ উঠেছে।

এতে করে ইকোস্প্রিন ওষুধ সেবন কারীরা বিপাকে পড়েছে। এই ওষুধ মুলত হার্টের রুগীরা সেবন করে থাকেন। দামে সস্তা হওয়ায় এবং হার্টের রুগীদের জন্য অতিকার্যকারী বলে একাধিক ডাক্তারের জানিয়েছে। তাই তারা হার্টের রুগীদের ও স্টোক করেন যে সকল রুগীরা তাদেরকে এই ওষুধ সেবনের জন্য পরামর্শ দিয়ে থাকেন।

দুই এটি দোকানে এই ওষুধ স্টক থাকায় তার সীমিত ভাবে কিছু রুগীদের সরবরাহ করছেন। তবে তা নিদ্ধারিত দামের চেয়ে আনেক বেশি। ফার্মেসীর দোকানে ইকোস্প্রিন ওষুধ চাইলে সরবরাহ নাই বলে রুগীদের ফিরিয়ে দিচ্ছেন।

একাধিক ফার্মেসীর মালিকেরা জানিয়েছেন, ইকোস্প্রিন ওষুধের কোম্পানী হয়তবা দাম বাড়ানোর জন্য বাজারে সরবারাহ করছেন না।

এ বিষয়ে পুঠিয়া উপজেলার একমি কোম্পানীর এমপিও জানান, আমাদের কাঁচামালের ঘাটতি থাকায় ওষুধটি উৎপাদন বন্ধ রয়েছে।

দেখা হয়েছে: 700
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪