|

এক বোতল মদের দাম ১ কোটি টাকা মাত্র!

প্রকাশিতঃ ৪:১১ অপরাহ্ন | মে ২৭, ২০১৮

এক বোতল মদের দাম ১ কোটি টাকা মাত্র!

অনলাইন বার্তাঃ

ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের আমলের মদ বলে কথা! সেটি যে রেকর্ডমূল্যেই বিক্রি হবে তা তো জানা কথাই। কিন্তু ১৭৭৪ সালে তৈরি এক বোতল ভিনটেজ মদ শনিবার বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকারও বেশি), যা রীতিমতো রেকর্ডের জন্ম দিয়েছে।

নিলাম প্রতিষ্ঠান জুরা এনচেরেস’ এ তোলা আরও দুই বোতল মদ বিক্রি হয়েছে যথাক্রমে ৭৬ হাজার ২৫০ ইউরো ও ৭৩ হাজার ২০০ ইউরোতে।

নিলামকারী ফিলিপে এটিয়েভ্যান্ট বলেন, ১৭৭৪ সালের এক বোতল মদ পরীক্ষা করেছিলেন ২৪ বিশেষজ্ঞের একটি দল। তারা সেটিকে মানের দিক দিয়ে ১০ এ ৯.৪ নম্বর দিয়েছিলেন। ২০১১ সালে একই ধরনের এক বোতল মদ বিক্রি হয়েছিল ৫৭ হাজার ইউরোতে।

পৃথিবীর সবচেয়ে পুরোনো এ মদগুলো তৈরি হয়েছে ফ্রান্সের জুরা অঞ্চলে। তৈরি করেছিলেন আনাতৌলি ভারসেল বিন জুয়ান। তার বংশধরদের কাছে রক্ষিত ছিল বোতল গুলো। নিলামে এত দামে এগুলো বিক্রি হবে তারাও আশা করেননি। আঙুর বাগানের জন্য বিখ্যাত ফ্রান্সের পাহাড়ি জুরা অঞ্চলে এখনো মদ তৈরি হয়। সূত্র: এএফপি ও রয়টার্স

দেখা হয়েছে: 642
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪