|

এডিবি ৫শ’ কোটি ডলার সহায়তা দেবে

প্রকাশিতঃ ১১:১১ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৩, ২০১৯

এডিবি ৫শ’ কোটি ডলার সহায়তা দেবে

অনলাইন বার্তাঃ আগামী তিন বছরে (২০২০-২০২২) বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৫ বিলিয়ন বা ৫শ’ কোটি ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার ২৫০ কোটি টাকা (১ ডলার = ৮৪.৫ টাকা হিসাবে)।

৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং সরকারের ইশতেহার বাস্তবায়নের সঙ্গে মিল রেখে এই অর্থায়ন পরিকল্পনা সাজিয়েছে এডিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত বুধবার সাক্ষাৎ করে এ তথ্য জানিয়েছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এসময় তিনি ২০২০-২০২২ সময়কালে বাংলাদেশে এডিবির কান্ট্রি অপারেশন বিজনেস প্লান (সিওবিপি) হস্তান্তর করেন।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাত অর্থাৎ অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞান ও কারিগরি গবেষণা, কৃষি উন্নয়ন এবং বেসরকারি খাতে এডিবির সহায়তার বিষয়ে প্রশংসা করেছেন।

দেখা হয়েছে: 509
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪