|

এনএসআই’র সহকারী পরিচালকের প্রত্যাহারের দাবী

প্রকাশিতঃ ১০:০৬ অপরাহ্ন | ডিসেম্বর ২৩, ২০১৮

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আনিচুজ্জামনের প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের সমর্থিত বিএনপি’র প্রার্থীর চীফ এজেন্ট ও কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী।

রোববার দুপুরে কালকিনির তার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাদারীপুরে দায়িত্বে থাকা এনএসআই এর সহকারী পরিচালক আনিচুজ্জান আওয়ামীলীগের প্রার্থী আব্দুস সোবাহান গোলাপের ভাতিজা। আনিচুজ্জামান নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি প্রশাসনকে প্রভাবিত করছেন।

ফজলুল হক বেপারী অভিযোগ করে আরো বলেন, আমরা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। প্রশাসনকে ব্যবহার করে ওই অফিসার আমাদের নেতা কর্মী ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। উনি এই নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকলে কিছুতেই নির্বাচন সুষ্ঠ হবে না। তাই আমরা সুষ্ঠ নির্বাচনের স্বার্থে তার প্রত্যাহার জোর দাবী করছি।

অভিযুক্ত এনএসআই কর্মকর্তা আনিচুজ্জামানের সাথে একাধিকার বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এব্যপারে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলামের সরকারী নম্বরন ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

দেখা হয়েছে: 1337
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪