|

এমপি মুক্তি ও এসপি’র হস্তক্ষেপে ৫গ্রামের দুই পক্ষের দীর্ঘদিনের দ্বন্দের অবসান!

প্রকাশিতঃ ৮:৫৬ অপরাহ্ন | জুলাই ২৬, ২০১৮

এমপি মুক্তি ও এসপি'র হস্তক্ষেপে ৫গ্রামের দুই পক্ষের দীর্ঘদিনের দ্বন্দের অবসান!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইল জেলা পুলিশের হস্তক্ষেপে পাঁচগ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের চলমান দ্বন্দের অবসান হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) নড়াইলের যাদবপুর স্কুল মাঠ প্রাঙ্গণে কালিয়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত এক মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মুল সংক্রান্ত মতবিনিময় সময় এ বিরোধের নিষ্পত্তি ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

জানাগেছে, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম) সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, সরকারি কাজে নড়াইলের বাইরে অবস্থান করা এ মতবিনিময় সভায় উপস্থিথ হতে পারেননি। উক্ত মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদক, জঙ্গি সন্ত্রাস সমাজ ধ্বংসের মূল হাতিয়ার। কাজেই সকলকে এ ধরনের অপদ্রব্য থেকে দূরে থাকার উদাত্ত আহ্বানও জানান তাঁরা। মতবিনিময় সভা চলাকালে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পাঁচগ্রামের দুই পক্ষের চলমান বিবাব মেটানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়। দুই পক্ষের দলনেতা ডেকে নিয়ে তাদেরকে সংঘর্ষের কুফল খুলে বললে তারা দলাদলি পরিত্যাগ করার দেয়।

নড়াইল জেলা পুলিশের এরূপ মহৎ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে নড়াইলবাসী। ভবিষ্যতে নড়াইল জেলা পুলিশের এ হস্তক্ষেপে জেলার সকল প্রান্ত থেকে এভাবেই দলাদলি বিলুপ্ত হবে বলেও আশা করছেন নড়াইলের বাসিন্দারা। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ মার্চ যাদবপুর গ্রামের পান দোকানি সাঈদ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই গ্রামের কিবরিয়া গাজীর সঙ্গে হেমায়েত মুন্সির দীঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। নিহত সাঈদ ভূঁইয়া কিবরিয়া গাজীর সমর্থক। নড়াইল জেলা পুলিশের হস্তক্ষেপে পাঁচগ্রামের দীর্ঘদিনের দ্বন্দের অবসান

দেখা হয়েছে: 584
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪