|

ঐক্যফ্রন্টকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

প্রকাশিতঃ ১০:০০ অপরাহ্ন | জানুয়ারী ২৬, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রাথমিকভাবে ঐক্যফ্রন্টের নেতারা বলছেন তারা প্রধানমন্ত্রীর সেই আমন্ত্রণে যাচ্ছেন না।

শনিবার গণভবনের একটি সূত্র জানিয়েছে, ভোটের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতা এবং আওয়ামী লীগের নির্বাচন সংশ্লিষ্ট নেতারাসহ বিভিন্ন অঙ্গনের নেতৃস্থানীয়দের নিয়ে চা চক্রের আয়োজন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা আলাদা চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা দাওয়াত কার্ড এসেছে। কী লেখা আছে, তা এখনও দেখিনি। তবে আমরা বলছি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ হলে গণভবনে যাচ্ছি না।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। রবিবার তার দেশে ফেরার কথা রয়েছে। ড. কামাল দেশে ফেরার পর এই আমন্ত্রণের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানিয়েছে ঐক্যফ্রন্টের একটি সূত্র।

দেখা হয়েছে: 641
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪