|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ নাট্যোৎসব আজ শুরু

প্রকাশিতঃ ৭:২৯ অপরাহ্ন | নভেম্বর ২৬, ২০১৮

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নাট্য প্রযোজনা বিভাগের পরীক্ষার আওতায় দেশ ও বিদেশের স্বনামধন্য নাট্যকারের ২৬টি নাটক নিয়ে আজ থেকে ৭ দিনব্যাপী চতুর্থ বার্ষিক নাট্যোৎসব শুরু হচ্ছে।

উৎসবে এরিক কাইজার, মোস্তাক আহমেদ, এডওয়ার্ড আলভে, মনোজ মিত্র, ব্রাত্য বসু, জিয়া হায়দার, মান্নান হীরা, আবদুল্লাহ আল মামুন, অগাস্ট স্ট্রিন্ডবাগ, মোহিত চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রুদ্র প্রসাদ চক্রবর্তী, মলয় ভৌমিক, ম্যাক্সিম গোর্কি, রবীন্দ্রনাথ ঠাকুর, জহির রায়হান, হ্যারল্ড পিন্টার, সেলিম আল দীন, মুক্তনীল সরকার, সাইমন জাকারিয়া, হাইনার মুলার, বিমল বন্দ্যোপাধ্যায়, আনন জামান প্রমুখ নাট্যকারের বিখ্যাত নাটকগুলো কোর্স তত্ত্বাবধায়ক মাজহারুল হোসেন তোকদারের তত্ত্বাবধানে নির্দেশনা দিচ্ছেন একদল উদীয়মান তরুণ।

নাট্যোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ইমন তোকদার জানান, এবার নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব শুরু হচ্ছে। এবারই প্রথম ২৬ শিক্ষার্থীর নির্দেশনায় দেশ-বিদেশের বিখ্যাত গল্প-উপন্যাসের ওপর এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।

দেখা হয়েছে: 631
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪