|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকার শুরু ৩ ডিসেম্বর

প্রকাশিতঃ ৭:১০ অপরাহ্ন | নভেম্বর ২৮, ২০১৮

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এএল’, ‘এপি’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের মেধাতালিকা হতে ভর্তি সাক্ষাৎকার আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৪ ডিসেম্বর। এছাড়া অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে ১০ ও ১১ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, মেধাক্রমানুসারে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাচাইয়ের পর ভর্তি করানো হবে। ‘এএল’, ‘এপি’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের মেধাতালিকা হতে ভর্তি সাক্ষাৎকার ৩ ও ৪ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সাক্ষাৎকার ১০ ও ১১ ডিসেম্বর। কোটা তালিকা হতে ভর্তি সাক্ষাৎকার ‘এএল’, ‘এপি’ ও ‘বি’ ইউনিটের ১৭ ডিসেম্বর, ‘সি’ ইউনিটের ১৮ ডিসেম্বর এবং ‘ডি’ ইউনিটের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য প্রদেয় ফি ও আনুসাঙ্গিক মোট ব্যয় ‘বি’ ও ‘এপি’ ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ৫৪০ টাকা এবং ‘এএল’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ২৯০ টাকা। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ক্লিক করুন) ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে।

দেখা হয়েছে: 546
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪