|

কৃষকদের মাঝে ভূর্তকী মূল্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ

প্রকাশিতঃ ১১:৩৭ অপরাহ্ন | এপ্রিল ২১, ২০১৮

কম্বাইন-হারভেস্টার-Delivering the Combine Harvester machine at the cost of the farmers

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শুক্রবার (২০এপ্রিল) সরকারের ভূর্তকী মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি।

উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামে কৃষক আব্দুল খালেকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, এসিআই মটর্সের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবদুল্লাহ তালুকদার।

বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জন দাস, হাবিবুল ইসলাম, শরীফুল ইসলাম, সুকুমার চন্দ্র দাস, ওবায়দুল্লাহ নূরী, কৃষক আব্দুল হান্নান প্রমুখ।

মাত্র ২৯০ টাকার ডিজেলে এক একর জমির ধান একই যন্ত্রে কেটে মাড়াই ও পরিস্কার করে বস্তায় ভর্তি করা যায় এমন যন্ত্র বাস্তবে দেখে এলাকার কৃষকরা অবাক হয়ে যান। ৭লক্ষ ২০হাজার টাকা মূল্যের এ যন্ত্রটি স্থানীয় জাতীয় সংসদ সদস্য এডভোকেট নাজিম উদ্দিন আহমেদের সহায়তায় ৫০% ভূর্তকীতে মাত্র ৩লক্ষ ৬০ হাজার টাকায় কৃষকের মাঝে প্রদান করা হয়।

দেখা হয়েছে: 513
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪