|

করোনা সন্দেহে রমেকে চিকিৎসাধীন শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হচ্ছে

প্রকাশিতঃ ১০:২৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১০, ২০২০

করোনা সন্দেহে রমেকে চিকিৎসাধীন শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সন্দেহে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক শিক্ষার্থীকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

তাকে গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৫৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রমেক হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র।

চীন ফেরত ওই শিক্ষার্থীর নাম আলামিন। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা মদনপুরে।

নারায়ণ চন্দ্র জানান, চীন ফেরত চিকিৎসাধীন আলামিনকে আইইডিসিআর ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়াও ভর্তি প্রথম শিক্ষার্থীর শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। আগের চেয়ে উন্নতি হয়েছে। আজ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

তবে উপরের নির্দেশে এর বেশি কোন তথ্য তারা সাংবাদিকদের জানাতে চাননি। এসময় তারা এ বিষয়ে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে আইইডিসিআর এর দুটি মোবাইল নম্বর দেন। ব্রিফিংয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। রবিবার সকাল ৭ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাত দশটায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেন।

দেখা হয়েছে: 499
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪