|

কলম সৈনিক: খোকন হাওলাদার

প্রকাশিতঃ ৩:১২ অপরাহ্ন | ডিসেম্বর ১১, ২০১৮

তুমি কলম সৈনিক,

তুমিই সারা বিশ্বের মানবতা।

হস্ত তোমার ন্যায়পরায়ণ,

তোমার ডাকেই জাগবে জনতা।

চাই আরোও একটা বিজয়,

এসো আরোও একটি বিজয়ের যুদ্ধে,

বাজাও ডংকার,উঠাও নিশান।

কলম হাতে অন্যায়ের বিরুদ্ধে,

লিখে যাও অভিরাম।

কোথায় তরুণ প্রজন্ম,

চলো যাই মানবতার যুদ্ধে।

অস্ত্র নয়, গোলাবারুদ নয়,

চাই প্রতিবাদী কণ্ঠস্বর।

যেখানেই অবিচার অন্যায়,

বীরদর্পে বজ্রগতিতে হবে অগ্রসর।

দুর্বার সৎ সাহসী সৈন্যদল,

ধর কলম কর সত্য উন্মোচন।

মুছতে হবে কলঙ্কময় অধ্যায়,

রুখে দাও দুর্নীতি আর দুঃশাসন।

ন্যায়পরায়ণ কলম সৈনিক,

জীবন গড়ার কারিগর।

ভ্রান্তিজনের আলোর দিশারী,

অম্লান হয়ে থাকে যুগযুগান্তর।

দেখা হয়েছে: 1176
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪