|

কলাপাড়ায় সুষ্ঠ নির্বচনের লক্ষে কাফনের কাপড় পড়ে চলছে প্রচারনা

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | জুলাই ২২, ২০১৮

কলাপাড়ায় সুষ্ঠ নির্বচনের লক্ষে কাফনের কাপড় পড়ে চলছে প্রচারনা

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কলাপাড়ার লালুয়া ইউনিয়ন পরিষদের সুষ্ঠ নির্বাচনের দাবিতে কাফনের কাপড় পড়ে প্রচারনায় নেমেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা-কর্মিরা । তাদের দাবী “হয়ত সুষ্ঠ নির্বাচন নয়তো জীবন” ফেষ্টুন ব্যানারে এমন লেখা নিয়ে শনিবার শেষ বিকেলে হাতপাখা সমর্থনের কর্মীরা এভাবেই প্রচারনা চালায়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮০০ শত ১৫ জন। এর মধ্যে পুরুষ ৫৮৫৫ ও মহিলা ৫৯৬০ জন ভোটার। চেয়্যারমান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট চারজন প্রার্থী। এছাড়া সাধারন সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।

মাত্র দুই দিন পরই অনুষ্ঠিত হবে এ ইউনিয়নের নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ।কে হবে এই ইউনিয়ন পরিষদ চেয়্যারমান। সমর্থকদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা।এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে এক ধরনের শংকা, তারা তাদের মুল্যবান ভোট পছন্দের যোগ্য প্রার্থীকে দিতে পারবে কিনা?

তাই বাংলাদেশ ইসলামি আন্দোলনের মুজাহিদ কমিটির সদস্যরা সুষ্ঠ ভোটগ্রহনের দাবীতে কাপনের কাপড় বেধে মাঠে নেমেছে। তবে সুষ্ঠ নির্বাচন সম্পান্নের লক্ষে এবং যেকোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা।

কলাপাড়ায় সুষ্ঠ নির্বচনের লক্ষে কাফনের কাপড় পড়ে চলছে প্রচারনা

ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনে হার জিত আল্লাহর হাতে। তবে আমরা সুষ্ঠ নির্বাচন চাই । ধানখালী ইউনিয়নের নির্বাচন নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। সুষ্ঠ নির্বাচনের লক্ষে প্রয়োজনে আমরা রক্ত দিব। নির্বাচনের দিন মানে জেহাদের দিন। জেহাদের ময়দানে আমরা জীবন দিয়ে হলেও সুষ্ঠ নির্বাচন চাই।

কলাপাড়া উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, সুষ্ঠ নির্বাচনের লক্ষে আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষে থেকে মোবাইল ফোর্স, ষ্টাইকেন ফোর্স, র‌্যাব , বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা থাকবেন। এছাড়া ৩জন নির্বাহী মেজিস্ট্রেটও থাকবে।

দেখা হয়েছে: 738
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪