|

অবাক কান্ড ! রাঙামাটিতে কলা গাছে কলার পরিবর্তে মোচা

প্রকাশিতঃ ৮:৩৩ অপরাহ্ন | এপ্রিল ২৭, ২০১৮

কলার-পরিবর্তে-মোচা-Surprised! Mango instead of banana in banana tree in Rangamati

ষ্টাফ রিপোর্টারঃ

রাঙামাটি শহরে এক বিচিত্র ধরনের কলা গাছের সন্ধান পাওয়া গেছে। কলা গাছের মোচায় কাদিতে কলার পরিবর্তে মোচা আসা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে৷ রাঙামাটি জেলা শহরের হাসপাতাল এলাকায় মো. মামুন মিন্টুর কলা গাছে এ অদ্ভুত ঘটনাটি ঘটে৷ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বহুল মোচার তোড় আসা সেই কলা গাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন উৎসুক জনতা৷

জানা গেছে, এক সপ্তাহ আগে কলা গাছে কলার মোচা বের হয়। দুই একদিন পর গাছটির মালিকের চোখে ধরা পড়ে কলার মোচা থেকে কলার পরিবর্তে কাদিতে সারি সারি মোচা ৷ এরপর এক এক করে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যাও৷ প্রতিদিন ভীড় জমাচ্ছেন দর্শণার্থীরা।

গাছটি দেখতে এসে বিভিন্ন রকমের মন্তব্যও করেন তাঁরা৷ কেউ বলছেন বিষয়টি অলৌকিক৷ কেউ বলছেন সমাজে পাপ বৃদ্ধি পাওয়ায়, আমাদেরকে সতর্ক করতেই সৃষ্টিকর্তা এমন অস্বাভাবিক নজির সৃষ্টি করেছেন৷ কেউ বলছেন এটি অকল্পনীয়৷ এটি একটি অলৌকিক ঘটনা৷

বিষয়টি জানতে পেরে রাঙামাটি হটিকালচার সেন্টারের উপ পরিচালক ড. মো. আবদুল জব্বার কলা গাছটি দেখতে আসেন। এব্যাপারে ড. মো.আবদুল জব্বার বলেন, কলা গাছের মোচায় কলা আসার কথা, কাদিতে কলার পরিবর্তে মোচা আসার বিষয়টি প্রাকৃতিক পরিবর্তনের কারণে হতে পারে। আমাদের প্রকৃতিতে প্রতিদিন পরিবর্তন ঘটছে। নিজে কখনও এ ধরনের কলা গাছ দেখেননি বলে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে যেমন জলবায়ু পরিবর্তন, বিভিন্ন রেইর ইফেক্ট হতে পারে অথবা এটার জাতের যে বৈশিষ্ট্যর গুনাগুন নষ্ট হতে হতে তখন তার একটা পরিবর্তন হতে পারে।

প্রকৃতি যে প্রতিনিয়ত পবির্তন হচ্ছে এই কলা গাছের মোচাও পরিবর্তনের একটা অংশ হতে পারে, যেখানে কলা আসার কথা সেখানে মোচা বের হচ্ছে। প্রাকৃতিক পরিবর্তনই এর কারণ হতে পারে। তবে কলার পরিবর্তে মোচা আসার নির্দিষ্ট কারণ কি তা বই পুস্তক দেখে বা আরো উচ্চ পর্যায়ে আলোচনা করে সঠিক কারণ জানা যাবে বলে জানান রাঙামাটি হটিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ ড. মো.আবদুল জব্বার।

দেখা হয়েছে: 1027
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪