|

শরীয়তপু‌রে কাঠমিস্ত্রী‌কে হাতুড়ি দিয়ে পি‌টি‌য়ে জখম

প্রকাশিতঃ ৭:৪৯ অপরাহ্ন | জুন ১৯, ২০১৯

শরীয়তপু‌রে কাঠমিস্ত্রী‌কে হাতুড়ি দিয়ে পি‌টি‌য়ে জখম

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদ‌র উপ‌জেলায় কুকুর পালা নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে শুকুমার মন্ডল (৫৫) না‌মে এক কাঠ‌মিস্ত্রী‌কে হাতু‌ড়ি দি‌য়ে পি‌টি‌য়ে মারাক্তক জখম করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় ভুক্ত‌ভোগী প‌রিবার শরীয়তপুর পৌরসভার রুপনগর এলাকায় এসআইটি অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টার সময়।

সংবাদ স‌ম্মেলনে আহ‌ত শুকুমার মন্ডলের ছে‌লে চন্দন মন্ডল, ছোটভাই গোপাল মন্ডল, ভা‌তিজা বিশ্ব‌জিৎ মন্ডল, মিলন মন্ডল, কাকি মায়া রানী মন্ডল, মিলনী রানী মন্ডল ও প্র‌তি‌বেশী জামাল খান প্রমূখ উপ‌িস্থত ছি‌লেন।

সংবাদ স‌ম্মেল‌নে জানানো হয়, উপ‌জেলার পালং ইউনিয়‌নের পাটানি গাঁও গ্রা‌মের মৃত ক্ষেত্রমোহন মন্ডলের ছেলে শুকুমার মন্ডল (৫৫) ও প্রতি‌বেশী মৃত নিবারণ মন্ডলের ছেলে জয়‌দেব মন্ড‌লের সঙ্গে কুকুর পালা নি‌য়ে বাক‌বিতন্ডা হয়। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে ক‌য়েক‌দিন পর গত ১৩ জুন বৃহস্প‌তিবার সন্ধ্যা ৬টার দি‌কে শরীয়তপুর পৌরসভার আটং এলাকায় বটগা‌ছের নি‌চে, পূর্বপ‌রিকল্পিতভানে জয়দেব মন্ড‌ল (৫৫), সনাতন মন্ডল (২৫), চঞ্চল মন্ডল (২২), কালু মন্ডল (৬৫), যাদব মন্ডল (৪০), অনাথ মন্ডল (২৮)সহ ৩/৪ জন মি‌লে শুকুমার মন্ডল‌কে একা পে‌য়ে হাতু‌ড়ি দি‌য়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পি‌টি‌য়ে গুরুতর জখম ক‌রে।

শরীয়তপু‌রে কাঠমিস্ত্রী‌কে হাতুড়ি দিয়ে পি‌টি‌য়ে জখম

প‌রে স্থানীয়রা উদ্ধার ক‌রে শরীয়তপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি করে। শুকুমা‌রের অবস্থার অবন‌তি হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক ঢাকা মে‌ডি‌কে‌লে প্রেরণ ক‌রেন। ঢাকা মে‌ডি‌কেল থে‌কে চি‌কিৎসকরা মহাখা‌লি আয়শা মে‌মো‌রিয়াল হস‌পিটা‌লে প্রেরণ ক‌রেন। সেখা‌নে শুকুমার আইসিইউ‌তে ভ‌র্তি আছেন। তার অবস্থা আশংকা জনক।

এ ঘটনায় শুকুমা‌র মন্ড‌লের ভাতিজা বিশ্ব‌জিৎ মন্ডল বাদী হ‌য়ে গত ১৩ জুন বৃহস্প‌তিবার রা‌তে ৬জন‌কে আসামী ক‌রে পালং ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। ঘটনার পর আসামীরা পা‌লি‌য়ে বেড়া‌চ্ছেন। প‌রের দিন শুক্রবার বি‌কেল ৪টার দি‌কে আসামী অনাথ মন্ডলকে আটক ক‌রে পু‌লিশ। রবিবার অনাথ জা‌মি‌নে চ‌লে বের হয়ে বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেখা হয়েছে: 387
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪