|

কোরআন তরজমা শিক্ষা

প্রকাশিতঃ ১:৩৫ পূর্বাহ্ন | মে ০৫, ২০১৯

কোরআন তরজমা শিক্ষা
১লা রমজান থেকে প্রতিদিন এক পারা করে ত্রিশ পারা কোরআন তরজমা খতম। খতমের পরে সনদ দেওয়া হবে। যোগ্যতাঃ কাফিয়া ফারেগ। দাওরা ফারেগদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শহরের সকল সুবিধা সহ গ্রামের মনোরম পরিবেশে থাকা খাওয়ার ফ্রী ব্যবস্থা আছে। ভর্তি ফিঃ দুই হাজার টাকা। যা লাগবেঃ এক কপি কোরআন শরিফ, খাতা-কলম ও বিছানা-পত্র সংগে আনতে হবে। যাতায়ত ব্যবস্থাঃ ময়মনসিংহ গফরগাঁও থেকে ২০/- টাকায় অটোতে ওথবা ময়মনসিংহ ভালুকা থেকে ৪০/- টাকায় সিএনজিতে স্কুলের বাজার। স্কুলের বাজার থেকে ১০/- অটোতে দীঘা উলূমুল কোরআন মাদ্রাসা। গ্রামঃ দীঘা মোবাইলঃ ০১৭১০-৫৮৫৮৯৬

তরজমা শিক্ষা দিবেন

পাকিস্তানের হাফেযুল হাদীষ ওয়াল কোরআন হযরত মওলানা আবদুল্লাহ দরখাস্তি (রহঃ) এর তরজমা সনদ প্রাপ্ত, “মুসলমানের হাসি” খ্যাত বহু ইসলামী গ্রন্থের লেখক, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক ওয়ায়েজ “মাওলানা মুহাম্মদ রাজি নোমানী” দাওরায়ে হাদীষ (করাচী), তফসীর (মদীনা), এম.এ. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
দেখা হয়েছে: 677
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪