|

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি

প্রকাশিতঃ ৩:৫০ অপরাহ্ন | মে ১৩, ২০১৯

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় গত রবিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে বিভিন্ন ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় চাষাবাদকৃত পাকা ধান, ভূট্টা, পাট, শাক-স্ববজির ক্ষতি হয়েছে।

এছাড়া শীলাবৃষ্টিতে আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন ফলের ক্ষতি হয়েছে। ঝড়ের বাতাসে উপড়ে পড়েছে বিভিন্ন গাছ ও বাঁশ। হেলে পড়েছে বিদ্যুৎ খুঁটি, ছেঁড়ে গেছে বিদ্যুতের তার। রাস্তায় গাছ পড়ার কারণে অনেক স্থানে চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।

গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মেইন রাস্তায় রাতে একটি বড় গাছ উপড়ে পড়ায় সেটি মানুষজন ভিন্ন পথে চলাচল করছে। উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন জানান, শীলাবৃষ্টিতে ফসল, গাছপালাসহ বিদ্যুতের খুঁটিসহ তার ছেঁড়ে গেছে। দ্রুত রাস্তায় পড়ে থাকা গাছ সড়াতে ও বিদ্যুৎ সংস্কারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দেখা হয়েছে: 537
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪