|

গঙ্গাচড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৫:৫৪ অপরাহ্ন | জুলাই ১৭, ২০১৯

গঙ্গাচড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় গতকাল দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) আ.ন.ম আল ফিরোজ।

“দুর্নীতিমুক্ত সেবা চাই” এ শ্লোগানে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রংপুরের আয়োজনে ও গঙ্গাচড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক শেখ মেসবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামানিক।

শুনানিতে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অনিয়ম, দুর্নীতির সর্বচ্চ অভিযোগ দেয় সুবিধাভোগীরা। এছাড়া উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষক বদলীতে অনিয়ম করে অর্থ বানিজ্য’র অভিযোগ দেয় শিক্ষকবৃন্দ। তহশিলদারের বিরুদ্ধে উৎকোচের অভিযোগ দেয় ভুক্তভোগীরা।

এ সকল অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। অন্যান্য কয়েকটি দপ্তরের অভিযোগের সমস্যা দেওয়া হয় শুনানিতে। গণশুনানিতে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করে।

দেখা হয়েছে: 492
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪