|

গঙ্গাচড়ায় শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন

প্রকাশিতঃ ৪:১৫ অপরাহ্ন | ডিসেম্বর ১৮, ২০১৮

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বাংলাদেশ গড়ি, স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি। সব বয়সের পুরুষ-নারী লেখাপাড়া শিখতে পারি, শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।

এই লক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আওতাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শিখন কেন্দ্রের গতকাল শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে প্রতিনিধি সমবায় অফিসার আবতাবুজ্জামান ও একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন কেন্দ্রের উদ্বোধন করেন। বিশেষ অতিথি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলার সহকারী পরিচালক মোশফিকুর রহমান, উপজেলা শিক্ষা প্রোগাম অফিসার অহিদার রহমান।

বেসরকারি সংস্থা গ্রাসরুট কো-অপারেশন এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগাম ম্যানেজার জহুরুল হক বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা মনিটরিং অফিসার মোত্তাসিন বিল্লা।

দেখা হয়েছে: 481
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪