|

গঙ্গাচড়া একরামিয়া মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ন | নভেম্বর ২৩, ২০১৮

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা বেতগাড়ী ইউনিয়নের একরামিয়া বহুমূখী ডিগ্রী মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের নামে বিভিন্ন টাকা আত্নস্বাতের অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফজলুল করিম গত ৫ মাস ধরে মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছে। তার দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয় মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। গত অর্থ বছরের জেলা পরিষদ থেকে বরাদ্ধকৃত মাদ্রাসার টয়লেট নির্মানের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বাজেট আসে।

উক্ত টাকা দিয়ে নতুন টয়লেট তৈরি করার কথা থাকলেও পুরোনো টয়লেট সংস্কার করে নাম মাত্র টয়লেটের কাজ করেছে বলে চালিয়ে দেয়। মাদ্রাসার অভিভাবক ও স্থানীয় লোকজন জানান বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাদ্রাসার প্রায় ৭ একর চাষাবাদকৃত জমি বন্ধক রেখে কয়েক লক্ষ টাকা মাদ্রাসার উন্নয়নের নামে আত্বসাৎ করা থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম করে আসছে।

মাদ্রাসার ম্যানেজিং ও আহ্বায়ক কমিটি না থাকায় তিনি নিজেই মন গড়াভাবে ১ জন অধ্যক্ষ, ১ জন অফিস সহকারী, ১ জন নৈশ্য প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে। তিনি প্রতেক প্রার্থীর কাছ থেকে চাকুরীর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন থেকে নিয়োগ দিবে বলে বিভিন্নভাবে টাল বাহনা করে আসছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূন্ন মিথ্যে এবং জমি বন্ধকের ব্যাপারে তিনি কিছু জানেন না। পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি সব জানেন।

এ বিষয়ে পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল হক মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটি আছে উক্ত কমিটির বর্তমান সভাপতি আমি কিছু কুচক্রী মহল মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য বহুদিন যাবত পায়তারা করে আসছে। আমি কোন জমি বন্ধক বা কোন দুর্নীতি করি নাই। এলাকাবাসীর দাবি দ্রুত একরামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শিক্ষার মান ফিরিয়ে আনতে উপর মহল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

দেখা হয়েছে: 728
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪