|

গাইবান্ধায় নদীগর্ভে অর্ধশতাধিক ঘর-বাড়ী কান্না যেন থামছেই না

প্রকাশিতঃ ৫:২৫ অপরাহ্ন | জুলাই ০৬, ২০১৮

গাইবান্ধায় নদীগর্ভে অর্ধশতাধিক ঘর-বাড়ী কান্না যেন থামছেই না

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ

গাইবান্ধার তিস্তা-যমুনা,করতোয়া,ব্রক্ষপুত্র নদ-নদীগুলোতে পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। সদরের কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে তীব্র ভাঙ্গনে অর্ধ-শতাধিক ঘর-বাড়ীসহ গাছের বাগান ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুই দিনের ভাঙ্গনে অর্ধশতাধিক পরিবারের প্রায় এক কোটির টাকার অধিক ক্ষতি হয়েছে।

ভিটা-মাটি হারা এসব পরিবারের চোখের পানি যেন থামছেই না। সব হারিয়ে তারা এখন নিঃস্বরিক্ত তীব্র ভাঙ্গন দেখা দিলেও গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কোন পদক্ষেপ গ্রহন না করায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে নদীর স্রোত বৃদ্ধি হওয়ায় গোঘাট গ্রামের উজানে সাহা পাড়ায় বিরতীহীন ভাঙ্গনে ৩০ মিনিট সময়ের মধ্যে ৫টি ঘর ও ভিটা বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান,গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডকে শত শত বার ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেও কোন কাজ হয়নি। উজানে এবং ভাটিতে কাজ করলেও মাঝের অংশ দেড়’শ মিটার কাজ করলে আজ ভাঙ্গনে ঘর বাড়ীগুলো বিলীন হয়ে যেত না।
গোঘাট গ্রামের গৌতম চন্দ্র জানান,নদী থেকে আমার বাড়ীর দুরত্ব তিন’শ ফিট কিন্ত ভোর বেলায় তীব্র ভাঙ্গন দেখা দেয়ায় ঘর টিন,খুটি,কাঠ খুলতে পারিনি,ঘরসহ নদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে।

গাইবান্ধায় নদীগর্ভে অর্ধশতাধিক ঘর-বাড়ী কান্না যেন থামছেই না

গোঘাট গ্রামের দুলাল চন্দ্র সাহা বলেন,ভোরের আযানের পর থেকেই নদীর পানির বিকট শব্দ আর আমার ঘরের দিকে তীব্র ভাঙ্গনে ধেঁয়ে আসতে শুরু করেছে । ঘর ও সরঞ্জামাদি সরিয়ে নেয়ার আগেই সব কিছু করাল গ্রাসে নিশ্চিহৃ হয়ে গেল। হায় ভগবান এ কেমন লীলা তোমার।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুর রহমান বলেন,নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা দেয়া হবে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান মুঠোফোনে বলেন, কামারজানী নদী ভাঙ্গনরোধে ইতোপূর্বে প্রস্তাবনা পাঠানো হলেও বরাদ্দ পাওয়া যায়নি। ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কাজ করা হবে।

রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, গাইবান্ধা পাউবো ডিভিশনের অধীন কামারজানী বন্দরের গোঘাট এলাকায় তীব্র ভাঙ্গনের তথ্য পেয়েছি। ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।

দেখা হয়েছে: 679
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪