|

গাইবান্ধায় প্রেমিকাকে ধর্ষণে প্রেমিক গ্রেফতার

প্রকাশিতঃ ৯:১৩ অপরাহ্ন | অগাস্ট ০৪, ২০১৮

গাইবান্ধায় প্রেমিকাকে ধর্ষণে প্রেমিক গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ

গাইবান্ধায় ফাঁদে ফেলে তিনদিন আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে শামিম মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গাইবান্ধা সদর থানায় এই ঘটনায় অভিযোগ করার পর তাকে গ্রেফতার করে পুলিশ। শামিম পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামের লুৎফর মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই প্রেমিকাকে তুলশীঘাট গ্রামীণ ব্যাংক অফিসের সামনে ডেকে পাঠান শামিম। বেড়াতে যাওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মিন্টু মিয়া নামের এক আত্মীয়ের বাসায় নিয়ে মেয়েটির মোবাইল ফোন ভেঙে ফেলেন তিনি। এখানে তিনদিন আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন শামিম।

গত ৩১ জুলাই বিকেলে কিশোরীকে গাইবান্ধা শহরের পৌরপার্কে নিয়ে আসেন শামিম। পার্কে কিশোরীকে বসিয়ে রেখে বাদাম কিনে আনার কথা বলে সটকে পড়েন তিনি। পরে রাত ১০টা পর্যন্ত শামিম ফিরে না আসায় স্থানীয় লোকজন প্রতারিত কিশোরীকে গাইবান্ধা সদর উপজেলার বোর্ড বাজার এলাকার নানার বাড়িতে পৌঁছে দেয়।

এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শামিম মিয়াসহ তিনজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় অভিযোগ করেন। পুলিশ পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রাম থেকে শামিমকে গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে বিকেলে আদালতে বিচারকের কাছে হাজির করে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।

এই বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মো. শাহরিয়ার বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধর্ষণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এই ঘটনায় ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় আদালতে বিচারকের কাছে জবানবন্দি গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেখা হয়েছে: 520
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪