|

গাইবান্ধা ৩ আসনে বিএনপির প্রার্থী ডা.মইনুল হাসান সাদিক

প্রকাশিতঃ ৪:০০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃঢাকাস্থ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

১৭ ফেব্রয়ারী সোমবার দিবাগত রাতে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন বোর্ডের চুড়ান্ত সিধান্তে গাইবান্ধা-৩ আসনের উপ নির্বাচনে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক উত্তরাঞ্চলের বিখ্যাত চিকিৎসক পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের মা মাটি মানুষের মানবিক নেতা অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের নাম চুড়ান্ত ভাবে ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফকরুল।

মনোনয়ন বোর্ডের বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় প্রার্থীর নাম ঘোষণার এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

উল্লেখ্য,গত বছর ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাসীন দলের ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আগামী ২১ মার্চ আসনটিতে উপ নির্বাচনে ভোট গ্রহনে দিন নির্ধারণ করে তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

আসনের দুটি উপজেলার ১৩২টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন।

দুই উপজেলার তৃন্ন মূল কর্মীদের মনের আশা পূর্ণ হওয়ায় দেশ নায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

দেখা হয়েছে: 332
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪