|

গুজবে আতংকিত হবেন না, শিশুদের নিয়মিত স্কুলে পাঠান-সৈয়দ রফিকুল

প্রকাশিতঃ ৮:০১ অপরাহ্ন | জুলাই ২৯, ২০১৯

গুজবে আতংকিত হবেন না, শিশুদের নিয়মিত স্কুলে পাঠান-সৈয়দ রফিকুল

আরিফ আহমেদ, গৌরীপুরঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ছেলে ধরা বা কল্লা কাটা গুজব ছড়িয়ে একটি কুচক্রী মহল বর্তমানে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন প্রয়াসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এসব গুজবে আতংকিত হবেন না। গুজবে কান না দিয়ে আপনাদের শিশুদের নিয়মিত স্কুলে পাঠান। গুজব প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগনও সোচ্চার হয়ে উঠেছেন। কেউ গুজব ছড়ালে তাকে ছাড় দেয়া হবেনা।

সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় সৈয়দ আবু সাঈদ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত মা সমাবেশে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলে ধরা বা কল্লা কাটা সন্দেহ হলে তাকে পুলিশের হাতে সোপর্দ করবেন।

স্কুলের এসএমসি কমিটির সভাপতি সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে মা সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা লুৎফুন্নাহার বেগম, সহকারি শিক্ষক মীনা রানী পাল, আসমা আক্তার, সৈয়দা শামসুন্নাহার বেগম, সাংবাদিক শামীম খান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা, অভিভাবক রুমেলা খাতুন, আলপনা আক্তার, তাছলিমা, নিশা রানী, শরিফা প্রমুখ।

দেখা হয়েছে: 673
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪