|

গৃহবধূকে গণধর্ষণে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

প্রকাশিতঃ ১১:২২ অপরাহ্ন | জানুয়ারী ০৪, ২০১৯

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:
ভোট ডাকাতির নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন এবং নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গতবৃহস্পতিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বাম-গণতান্ত্রিক জোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন এবং নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাম-গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি নিপেন্দ্র নাথ বাড়ৈ, সাধারণ সম্পাদক জলিলুর রহমান জানান ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলু প্রমুখ।

বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না এই সরকার। আজ মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে আমাদের।

সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আমরা ধিক্কার জানিয়ে বিচার দাবি করেছি। একই সঙ্গে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন চাই।

দেখা হয়েছে: 600
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪