|

গোদাগাড়ীর কখন কোথায় ঈদের জামাত

প্রকাশিতঃ ৭:৫৪ অপরাহ্ন | অগাস্ট ২১, ২০১৮

গোদাগাড়ীতে কখন কোথায় পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হবে

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধি:

ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল বুধবার সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসবে গোদাগাড়ীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ১৫ মিনিটে গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

এতে ইমামতী করবেন গোদাগাড়ী উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফুল ইসলাম। এই তথ্য নিশ্চিত করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আকতার। তবে আবহাওয়া খারাপ থাকলে সময় আগে পিছে হতে পারে এবং একাধিক জামায়াত অনুষ্ঠিত হতে পারে।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিঠিত ঈদের জামায়াতে অংশগ্রহন করবেন উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক,উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার,সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) লুৎফুর রহমানসহ বিভিন্ন সুধীজন।

এছাড়াও গোদাগাড়ী পৌর সদরে শ্রীমন্তপুর আহলে হাদিস ঈদগাহ ময়দানে ৮ টায় জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতী করবেন ড. আলহাজ্ব মাওলানা মোস্তাক আহম্মেদ, এম এম ডবল, গোদাগাড়ী মডেল থানা প্রঙ্গনে ঈদের নামাজ সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।এতে ইমামতী করবেন মাওলানা হারেজ আলী।

পৌর এলাকায় অবস্থিত বুজরুক রাজাররামপুর হলের মোড় ঈদগাহ ময়দান এখানে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সকাল ৮ টায়। এতে ইমমাতী করবেন হাফেজ মাওলানা মোঃ আবু বাক্কার।

মহিশালবাড়ী মহিলা কলেজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। এতে ইমামতী করবেন প্রভাষক মাওলানা মোঃ দুরুল হোদা। মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। এতে ইমামতী করবেন মাওলানা মোঃ খালেদুজ্জামান।

মহিশালবাড়ী শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল পোনে ৮ টায়। এতে ইমামতী করবেন প্রভাষক হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। রেলবাজার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমামতী করবেন মাওলানা মুফাস্সের আনোয়ার হোসেন। মাদারপুর জিআরপি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। এতে ইমামতী করবেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ মীম ওবাইদুল্লাহ।

মাদারপুর ডিমভাঙ্গা জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল ৮ টায় জামাত অনুষ্ঠিত হবে এতে ইমামতী করবেন মাওলানা দুরুল হুদা। সিএন্ডবি আঁচুয়া তালতলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমামতী করবেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মান্নান। সারাংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমামতী করবেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম আল মাদানী।

সুলতানগঞ্জ আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল পোনে ৭ টায়। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকার পোনে ৮ টায়। এতে ইমামতী করবেন মাওলানা আব্দুর রশিদ। লালবাগ হেলিপ্যাড ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮ টার সময় এতে ইমামতী করবেন মাওলানা আবুল কাশেম।

এছাড়াও বিভিন্ন মসজিদে আরও ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোথাও কোথাও একাধিক জামায়াত অনুষ্ঠিত হতে পারে। এ সকল তথ্য নিশ্চিত করেন প্রত্যেক ঈদগাহের ইমাম ও সভাপতিগন।

দেখা হয়েছে: 602
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪