|

গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ প্রার্থী, বিদ্রোহের আশংকা আ’লীগ-বিএনপিতে

প্রকাশিতঃ ৬:৪৯ অপরাহ্ন | নভেম্বর ২৮, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর, ময়মনসিংহ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ-৩ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও গৌরীপুরের আরো দুইজন প্রার্থী ময়মনসিংহ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, জেলা আওয়ামীলীগের সদস্য নাজনীন আলম, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, বিএনপি’র মনোনীত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন, ডাঃ আব্দুস সেলিম, মোঃ আয়ূব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আব্দুল মতিন মাষ্টার (ন্যাপ), প্রাণেশ চন্দ্র পন্ডিত (তরিকত ফেডারেশন), হারুণ আল বারী (বাংলাদেশের কমিনিউস্ট পার্টি), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি)। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।

অপরদিকে বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সদস্য মনোনয়ন পাওয়া অপর প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন,  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, মো: আবদুর রফিক, গোলাম মোস্তফা বাবুল ময়মনসিংহ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তাদের কর্মী সর্মথকেরা।

তবে আওয়ামীলীগ ও বিএনপি উভয় দলেরই একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যে কারণে গৌরীপুরে বিদ্রোহের আশংকা রয়েছে প্রধান এই দুই দলে।

 

দেখা হয়েছে: 613
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪