|

গৌরীপুরে পুলিশী বাঁধায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড

প্রকাশিতঃ ১০:৩৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ০২, ২০১৮

গৌরীপুরে পুলিশী বাঁধায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহ গৌরীপুরে পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। তার পূর্বে বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নেতৃত্বে শনিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজার ধান মহালে পৌছালে পুলিশ এতে বাঁধা দেয়। এতে র‌্যালি পরবর্তী আলোচনা সভাটি পন্ড হয়ে যায়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এমপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ আজিজুল হক, এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, এডভোকেট আব্দুস সোবহান সুলতান, ভিপি ফারুক আহাম্মদ, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হীরা, বেগ ফারুক আহাম্মদ, নিজাম উদ্দিন সরকার, ময়মনসিংহ জেলা (উঃ) যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ, জেলা (উঃ) স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এফ এম শহীদুল্লাহ, গৌরীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, জেলা (উঃ) ছাত্রদলের সহ সভাপতি তাজিজুল ইসলাম রাঙ্গা, জেলা (উঃ) ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।

এদিকে গৌরীপুর পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০ টায় পৌরসভার সতিষা মোড় এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বেগ ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও যুগ্ম আহায়ক শাহজাহান কবির হীরার সঞ্চালনায় এতে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন সরকার, জেলা (উঃ) যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহম্মদ মাহফুজুর রহমান মাহফূজ, কৃষকদলের নেতা হামিদুর রহমান মানিক, যুবদল নেতা শফিকুল ইসলাম ভুট্রো, হেলিম মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ এরশাদ, আওয়াল, ছাত্রদল নেতা ছিদ্দিক প্রমুখ।

গৌরীপুরে পুলিশী বাঁধায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড

গৌরীপুরে পুলিশী বাঁধায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড

দেখা হয়েছে: 394
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪