|

গৌরীপুরে প্যানা, পোস্টার, বিলবোর্ড ও তোরণ সরানোর নির্দেশ, অমান্য করলে জরিমানা

প্রকাশিতঃ ৫:৩৫ অপরাহ্ন | নভেম্বর ১২, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর, ময়মনসিংহ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নানান রংয়ের প্যানা, পোস্টার, বিলবোর্ড ও তোরণে ছেয়ে আছে পথ-ঘাট, বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন ভবনের দেয়াল। এমনকি বাদ যায়নি গাছের ডাল-পালা। গত ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব সরানো নির্দেশ দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। ময়মনসিংহ গৌরীপুরে কিছু কিছু সরানো হলেও বেশির ভাগই এখানো রয়েগেছে যথাস্থানে।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাহী অফিসার ফারহানা করিম সোমবার (১২ নভেম্বর) প্রার্থীদের এসব প্যানা, পোস্টার, বিলবোর্ড ও তোরণ নিজ খরচে সরানোর জন্য নির্দেশ দেন। অন্যতায় ১৪ নভেম্বর রাত ১২টার পর থেকে জরিমানা করা হবে বলে জানান তিনি। এ নির্দেশনা মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হয় উপজেলা ব্যাপী। তিনি আরো জানান- যারা ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করে প্রচারের উদ্দেশ্যে প্যানা, পোস্টার, বিলবোর্ড ও তোরণ নির্মাণ করেছেন, সকলেই এ নির্দেশনার আওতাভুক্ত।

দেখা হয়েছে: 734
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪