|

গৌরীপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

প্রকাশিতঃ ৬:৪৯ অপরাহ্ন | নভেম্বর ৩০, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর, ময়মনসিংহ॥
ময়মনসিংহ গৌরীপুর ১নং মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা গ্রামে শুক্রবার (৩০ নভেম্বর) গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) মো: আবুল মনসুর (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এর দ্রুত হস্তক্ষেপের কারণে বাল্যবিয়ের কবল থেকে মুক্তি পেলো এক কিশোরী। সে শ্যামগঞ্জ রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
জানা যায়- মইলাকান্দা গ্রামের মো: জালাল মিয়ার কন্যা সুরমা আক্তার (১৪) এর বিয়ের আয়োজন হলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) বর আসার পূর্বেই দুপুর ১.৩০ মিনিট জালাল মিয়ার বাড়িতে পৌঁছান। এসময় কনের বাবা পালিয়ে গেলে সুরমা আক্তারের মা বিলকিছ দারিদ্রতার জন্য অল্প বয়সের মেয়ের বিয়ের আয়োজনের কথা স্বীকার করেন। বিয়ে বন্ধের পর সুরমা আক্তার এর লেখাপড়ার খরচ গৌরীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করার আশ্বাস দেন সহকারী কমিশনার (ভূমি) মো: আবুল মনসুর।


সুরমা আক্তারের মা বিলকিছ, চাচা মো: জনুমিয়া, মুচলেখায় ১৮ বছরের পূর্বে সুরমা আক্তারের বিয়ে না দেয়ার অঙ্গিকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের ইউপি সদস্য মো. নোমান ও ২নং ওর্য়াডের ইউপি সদস্য মো: ফারুক মিয়া।

দেখা হয়েছে: 774
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪