|

গৌরীপুরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

প্রকাশিতঃ ৪:৪০ অপরাহ্ন | ডিসেম্বর ১১, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর, ময়মনসিংহ॥
ময়মনসিংহ গৌরীপুরে সোমবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে কৃষ্ণচূড়া চত্বর থেকে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে ‘সব মানুষের ন্যায়সঙ্গত মানবাধিকার নিশ্চিতকরণ, অন্যায় অবিচার রুখে দেয়াই হোক আজকের শপথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সভাপতি সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহসভাপতি মো. এমদাদুল হক।


আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ইসলামাবাদ সিনিয়র মাদরসার অধ্যাপক মোঃ জৈন উদ্দিন, মো. মাহবুবুল আলম, মোঃ নুর ইসলাম, আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক বিলকিছ আঞ্জুমান আরা, মো. ইয়াহিয়া, মোহাম্মদ আলী, ইদ্রিস আলী, মো. আব্দুর রাজ্জাক, সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, আরিফ আহাম্মেদ, মানবাধিকার কমিশনের ডা. সনজীব পাল শিবেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, মো. মিলন, সামছুজ্জামান আরিফ, গৌরীপুর স্বজন সমাবেশের সহসভাপতি মোশাররফ হোসেন সোহেল, মানবাধিকার কর্মী আল ইমরান মুক্তা, মো. সুমন মিয়া, তাসাদদুল করিম, মো. শাহজাহান কবির প্রমুখ।
আলোচনায় ৭১’র ভয়াল ২৫মার্চ, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যাযষ্ণ, সারাদেশে সড়কে লাশের মিছিল, নিহত সাংবাদিক সাগর-রুনি, ফরহাদ খাঁ, জামাল উদ্দিন, ফতেহ ওসমানী, ফরিদুল ইসলাম, মনির হোসেন, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির বালু, শামছুর রহমান, আবু সায়েম, পলাশ, সুবর্ণা, সুমন, শিমুল হত্যাকা-, গৌরীপুরে কলেজ ছাত্র শাকিল ও শিশু সাগরকে পিটিয়ে হত্যাসহ প্রকাশ্যে একের পর এক খুনসহ সারাদেশের মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা নির্যাতনের বর্বরতা উঠে আসে।

দেখা হয়েছে: 545
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪