|

গৌরীপুর রিপোটার্স ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:১২ অপরাহ্ন | জুন ০৮, ২০১৮

গৌরীপুর রিপোটার্স ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহ গৌরীপুর রিপোটার্স ক্লাবে শুক্রবার (৮ জুন) পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গৌরীপুরের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথির আসন অলংকৃত করেন গৌরীপুর পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার উপদেষ্টা সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি অধ্যাপক মো: এমদাদুল হক, এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র ব্যাংক কর্মকর্তা তানভীর আহমেদ সজীব, সেচ্ছাসেবকলীগ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মো: মাসুদ রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।

গৌরীপুর রিপোটার্স ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মোহসিন মাহমুদ শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি মজিবুর রহমান, রায়হান উদ্দিন সরকার, সহ-সভাপতি লুৎফর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, ঝিন্টু দেবনাথ, মাসুদুর রহমান মাসুদ, রিয়াজ উদ্দিন, মিথুন আজমী, পিযুষ রায় গণেষ, শহিদুল ইসলাম সোহেল, আব্দুল লতিব প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন- সাম্প্রতিক ডিবিসি টেলিভিশনে গৌরীপুর থেকে এক নারী এমপি প্রার্থী (নাজনীন আলম) এক প্রশ্নের জবাবে উপস্থাপককে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন না দেন তবু তিনি গৌরীপুরে নির্বাচন করবেন। অর্থাৎ তিনি দলীয় প্রধানের কমান্ড মানবেন না!

গৌরীপুর রিপোটার্স ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমপি মহোদয় ক্ষোভ প্রকাশ করে বলেন- এতো বড় দৃষ্টতা যে দেখায়, সে কখনো আওয়ামীলীগের কর্মী হতে পারে না।

বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল পার্টি, কোন বেয়াদবের জায়গা আওয়ামীলীগে নেই। এ সময় ইফতার মাহফিলে উপস্থিত গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এমপি মহোদয়ের এ বক্তব্যকে সমর্থন করেন।

দেখা হয়েছে: 867
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪