|

গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ

প্রকাশিতঃ ১০:০০ অপরাহ্ন | নভেম্বর ০৭, ২০১৮

শহীদুল ইসলাম, নেত্রকোণা:

ন্যায়বিচারের অধিকার, নারী-পুরুষ সবারঃ বাংলাদেশ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের মদন উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন উপ-পরিচালক, মোঃ মিজানুর রহমান, জেলা কো-অর্ডিনেটর, আব্দুস সামাদ নয়ন, উপজেলা সমন্বয়কারী খান মোঃ আতিকুর রহমান লাভলু, অসি তদন্ত, মদন থানা, প্রাণী সম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, আবু ছালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাসুমা মমতাজ প্রমুখ।

এসময় বক্তারা গ্রাম আদালতের বর্তমান প্রান্তিক জনগুষ্ঠী ও সাধারণ মানুষ ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে ১০/- টাকার বিনিময়ে ন্যায় বিচার পাচ্ছেন। গ্রাম আদালতসহ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ বৃদ্ধির জন্য নারীদের যেমন এগিয়ে আসতে হবে, পাশাপাশি পুরুষদের সহযোগিতাও এক্ষেত্রে খুবই প্রয়োজন।

দরিদ্র নারী-পুরুষদের বিচার লাভের পথকে সহজ করতে গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। এবিষয়ে বিচারপ্রার্থী নারী পুরুষদে মাঝে সচেতনা বৃদ্ধি করতে হবে।

দেখা হয়েছে: 351
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪