|

“চির অম্লান একুশে ফেব্রুয়ারী” দেওয়ান-এ বুলবুল চিশতী নিজামী

প্রকাশিতঃ ৯:৫৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৯

"চির অম্লান একুশে ফেব্রুয়ারী" দেওয়ান-এ বুলবুল চিশতী নিজামী

মায়ের ভাষা, বাবার ভাষা,আমার ভাষা
ভাইয়ের ভাষা,বোনের ভাষা
গর্ব মোদের বাংলা ভাষা।
প্রাণের ভাষা,গানের ভাষা,বাংলা ভাষা,
কৃষাণ-শ্রমিক -মাঝি মাল্লার প্রাণের ভাষা,বাংলা ভাষা।

মাটির বুলি,নদীর বুলি,
হাওড়-জঙ্গল আর বিলের বুলি
শস্য শ্যামল মাঠের বুলি
আমার বুলি মায়ের বুলি।
দোয়েল কোয়েল শ্যামা কোকিল,
ফিঙ্গে আর বুলবুলি চিল,
এরা কেউ নয়কো অচিন
বাংলা মায়ের এ রুপ চির অমলিন।

রাঙা টুক টুক শিমুল পলাশ
ফাল্গুনের এই দামাল বাতাস
কোকিলের কুহু কুহু ডাক
সবকিছুতে মিশে আছে
মায়ের ভাষা,আমার ভাষা,গর্ব মোর বাংলা ভাষা।
শ্বাসত এই বাংলার আকাশ,
উদয় রবির দীপ্তি বিকাশ,
তেপান্তরের ঐ ঘুর্ণি বাতাস,
প্রান্ত পথিক চলে উদাস,
অশ্বথ তলের এই ছায়া বাতাস,
গরবিনী এই বাংলা মায়ের শান্তি নিবাস।

জীবনের প্রতিটি স্পন্দন,প্রতিটি নিঃশ্বাস
এবং আমার প্রতিটি বিঃশ্বাস–
অসুর দানব পারেনিকো কেড়ে নিতে।
অ-আ-ক-খ যে লেখা আছে,
আমার বাপ ভায়ের দমনিতে।

মায়ের ভাষায় আমার ভাষায়
রক্ত স্রোতে ভেসে ছিলো বিজয় তরী
বায়ান্নর চির অম্লান এই সে একুশে ফেব্রুয়ারি।
আমি কি ভুলিতে পারি?
বল! তারে কি ভুলিতে পারি???

দেখা হয়েছে: 694
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪