|

চুরি করতে গিয়ে প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন চোরের

প্রকাশিতঃ ৯:০৮ অপরাহ্ন | ডিসেম্বর ২৮, ২০১৮

অনলাইন বার্তাঃ

গাড়ি চুরি করতে গিয়েছিল এক চোর। কিন্তু যে গাড়ি চুরি করতে গিয়েছিলে সেই গাড়িতেই আটকা পড়ে। প্রাণ বাঁচাতে একপর্যায়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করে ওই চোর। খবর এনডিটিভির।

এমন ঘটনা ঘটেছে নরওয়ের ট্রোনডেলগ শহরে। নরওয়ের এক কিশোর গাড়ি চুরি করতে গিয়ে সেই গাড়িতে ভিতরে তালাবদ্ধ হয়ে পড়ে। গাড়ি থেকে বেরোনোর জন্য হাজারো চেষ্টা করে। কিন্তু বরাবরই ব্যর্থ হয়ে যায়। তাই গণধোলাই খাওয়ার আগে প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন করে।

দেশটির পুলিশ এমন ঘটনা টুইটারে প্রকাশ করে, ‘যে গাড়িটা চুরি করবে বলে চোর ভেতরে ঢুকেছিল সেই গাড়ির মধ্যে থেকেই সে আমাদের ফোন করে। চোর আমাদের আগে থেকেই জানতেন, তিনি ভেবেছিলেন সাহায্যের জন্য আমাদেরই ফোন করা ঠিক হবে।

পরে পুলিশ এসে ওই চোরকে উদ্ধার করে। গত সোমবার ঘটে এই ঘটনা। ওই চোরের বয়স ১৭। তবে ইতিমধ্যে ওই কিশোর জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

দেখা হয়েছে: 773
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪