|

জাতীয় পার্টি ৩টি আসনের মনোনয়নপত্র কিনলেন এরশাদ

প্রকাশিতঃ ৩:০৮ অপরাহ্ন | নভেম্বর ১১, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনের জন্য জাতীয় পার্টির মনোনয়নপত্র কিনেছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আর এরই মাধ্যমে দলীয় মনোনয়নপত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি।

আজ সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র কেনেন এরশাদ।

এরপর মনোনয়নপত্র গ্রহণ করেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র কিনতে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে অপেক্ষা লাঙ্গল প্রতীক নিয়ে অপেক্ষা করছেন দলের নেতাকর্মীরা। আগামী ১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে জাতীয় পার্টি। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিবেন দলের চেয়ারম্যান।

দেখা হয়েছে: 526
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪