|

জাতীয় বিদ্যুৎ ও জ্বালা‌নি সপ্তাহ উপল‌ক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিতঃ ৯:১১ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৬, ২০১৮

জাতীয় বিদ্যুৎ ও জ্বালা‌নি সপ্তাহ উপল‌ক্ষে র‍্যালি ও আলোচনা সভাg

মো. মহসিন রেজা,শরীয়তপুরঃ

‌”অ‌নির্বাণ আগামী, শেখ হাসিনার উদ্যোগ ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ, হয়রা‌নিমুক্ত বিদ্যু‌তের অঙ্গীকার, উদ্ভাব‌নের নতুন দেশ আলো‌কিত বাংলা‌দেশ” স্লোগান‌কে নি‌য়ে শরীয়তপু‌রে জাতীয় বিদ্যুৎ ও জ্বালা‌নি সপ্তাহ ২০১৮ উপল‌ক্ষে র্যালি আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৬ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ স‌মি‌তি ও শরীয়তপুর ও‌য়েস্ট জোন পাওয়ার ডি‌স্ট্রি‌বিউশন কোম্পানি লি: (ও‌জোপা‌ডি‌কো লিঃ) আয়োজ‌নে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে এক‌টি বর্ণাঢ্য র্যা‌লি বের হ‌য়ে শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে সদর উপ‌জেলা চত্ব‌রে এসে শেষ হয়। প‌রে সকাল ১০টায় সদর উপ‌জেলা সভাক‌ক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, অতি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুল হাসান।

সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এজিএমএস মো. রেজাউল করিমের সঞ্চালনায় বিষেশ অতি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, শরীয়তপুর সি‌ভিল সার্জন মো. খ‌লিলুর রহমান, অতি‌রিক্ত পু‌লিশ সুপার ন‌ড়িয়া সা‌র্কেল মো. কামরুল হাসান, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ এবং ও‌জোপা‌ডি‌কো নির্বাহী প্র‌কৌশলী মো. ইদ্রিস আলী মোল্লা, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ স‌মি‌তির জেনা‌রেল ম্যা‌নেজার সোহরাফ আলী বিশ্বাস, জেলা প‌রিষদ সদস্য অ্যাড‌ভো‌কেট রওশনারা বেগম।

জাতীয় বিদ্যুৎ ও জ্বালা‌নি সপ্তাহ উপল‌ক্ষে র‍্যালি ও আলোচনা সভাg

এ সময় শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ উপ-সহকারী প্র‌কৌশলী মো. জা‌কির হো‌সেন, মো. মিরাজ হো‌সেন, নবীদ আলী, শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহের সি‌বিএ নির্বা‌চিত সাধারণ সম্পাদক জা‌কির হো‌সেন মুন্সী, শরীয়তপুর পল্লী বিদ্যু‌ৎ স‌মি‌তির ডি‌জিএম টেক‌নিক্যাল আলতাফ হো‌সেন, এজিএম অর্থ পঙ্কজ সিকদার, জু‌নিয়র প্র‌কৌশলী মুস্তা‌ফিজুর রহমান, লাইন টে‌নি‌শিয়ান কানাই লাল মন্ডল বিল রিডার মো. জাহাঙ্গীর আলমসহ শরীয়তপুর পল্লী বিদ্যুৎ ও শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ কর্মকর্তা-কর্মচারীরা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠা‌নে বক্তারা ব‌লেন, স্বাধীনতার স্থপ‌তি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের নের্তৃ‌ত্বে ১৯৭২ সা‌লে র‌চিত মহান সং‌বিধা‌নরে ১৬নং অনু‌চ্ছে‌দে নগর ও গ্রামাঞ্চ‌লের জীবনযাত্রার মা‌নের বৈষম্য ক্রমাগতভা‌বে দূর করার উদ্দে‌শ্যে বিদ্যুতায়নসহ গ্রামাঞ্চ‌লের আমূল রুপান্তর সাধ‌নের জন্য অঙ্গীকার করা হ‌য়ে‌ছে। এরই ধারাবা‌হিকতায় পল্লীর জনগ‌ণের দোর‌গোড়ায় বিদ্যুৎ সু‌বিধা পৌছা‌নোর ল‌ক্ষ্যে বাংলা‌দেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্র‌তিষ্ঠা করা হয়। দীর্ঘ ৪০ বছ‌রে এ প্র‌তিষ্ঠান অভূতপূর্ব সাফল্য এ দে‌শের সেরা প্র‌তিষ্ঠা‌নে রুপান্ত‌রিত হ‌য়ে‌ছে। পল্লী বিদ্যুৎ ও বিদ্যুৎ সরবরাহ মি‌লে সারা বাংলা‌দে‌শে স‌ঠিকভা‌বে বিদ্যুৎ সরবরাহ দেয়া হ‌চ্ছে। শেখ হা‌সিনা সরকার বিদ্যুৎ পৌ‌ছে দি‌য়ে‌ছে প্র‌তি‌টি গ্রা‌ম-গ‌ঞ্জে ।

আ‌লোচনা সভা শে‌ষে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ স‌মি‌তির সেরা বিদ্যুৎ গ্রাহক (শিল্প) মো. মাহফুজুল হক, বা‌নি‌জ্যিক মো. আবুল কা‌শেম বেপারী, আবা‌সিক গ্রাহক ইব্রা‌হিম হাওলাদার, সেরা বিদ্যুৎ কর্মী (কর্মকর্তা) মো. মিজানুর রহমান, পঙ্কজ সিকদার, কর্মচারী সালমা খানম ও কানাই লাল মন্ডলকে বি‌শেষ সম্মাননা স্মারক পুরুস্কার প্রদান করা হয়।

দেখা হয়েছে: 415
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪