|

জাপান সফর স্থগিত করলেন পাকমন্ত্রী কোরেশি

প্রকাশিতঃ ১০:৪০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৯

জাপান সফর স্থগিত করলেন পাকমন্ত্রী কোরেশি

আন্তর্জাতিক সংবাদঃ পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনার কারণে জাপান সফর স্থগিত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ’র ওপর সন্ত্রাসী হামলার পর দু দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক টেলিফোন আলাপে শাহ মেহমুদ কোরেশি বলেন, মারাত্মক অবস্থার কারণে তার এ মুহূর্তে পাকিস্তানে থাকাটা জরুরি।

কোরেশি জাপানি মন্ত্রীকে বলেন, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য তিনি জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন। পাক পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে- শাহ মেহমুদ কোরেশি জাপানকেও ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ভারতের অন্তত ৪৪ জওয়ান নিহত হয়। এ ঘটনায় ভারত দ্রুত পাকিস্তানকে অভিযুক্ত করে। তবে পাকিস্তান তা নাকচ করেছে। হামলার ঘটনা নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে।

দেখা হয়েছে: 427
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪