|

জয় বাংলা ধ্বনী হৃদয়ে ধারণ করতে হবে—সংস্কৃতি মন্ত্রী

প্রকাশিতঃ ১০:৫১ অপরাহ্ন | অক্টোবর ০৪, ২০১৮

জয় বাংলা ধ্বনী হৃদয়ে ধারণ করতে হবে---সংস্কৃতি মন্ত্রী

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ

আমরা যখন জয় বাংলা ধ্বনি উচ্চারন করবো তখন মনে রাখতে হবে, আমরা ৭১ এর রনাঙ্গনে মুক্তিযুদ্ধে অবস্থান করছি। জয় বাংলা ধ্বনী শুধু মুখে বললে হবে না তা হৃদয়ে ধারণ করতে হবে। বুধবার সন্ধ্যায় মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জয় বাংলা উৎসবের উদ্বোধক হিসেবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাদারীপুরে এসে স্বাধীনতার পূর্বে একটি কবিতা রচনা করেন যার মধ্যে জয় বাংলা শব্দটি ছিল। আর সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শব্দটি নিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষনে জয় বাংলা ধ্বনি উচ্চরন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখে জয় বাংলা ধ্বনি উচ্চারনের ফলেই বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রানসহ সকল ধর্মের মানুষ উৎসাহিত হয়ে মুক্তির জন্য ঝাপিয়ে পড়ে। এ ধ্বনি ছিল মুক্তিযুদ্ধের অ-সাম্প্রদায়িক রন ধ্বনি।

জয় বাংলা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, স্বাধীনতার পূর্বে মাদারীপুরে এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতা রচনা করেন, যার মধ্যে জয় বাংলা শব্দটি ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখান থেকে শব্দটি নিয়ে জয় বাংলা ধ্বনি উচ্চারন করেন।

এখন আমাদের সময় এসেছে জয় বাংলা ধ্বনিকে দেশের মানুষের মধ্যে সর্বত্র বিরজমান করতে হবে। সামনে যত আন্দোলন হবে তাতে আমরা জয় বাংলা ধ্বনি উচ্চারিত করে এগিয়ে যাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো, ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সরকারি নাজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল হক মিয়া, জয় বাংলা উৎসব উদযাপন কমিটির আহবায়ক এ্যাড. ওবাইদুর রহমান খান প্রমুখ।

দেখা হয়েছে: 529
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪