|

ঝালকাঠিতে অগ্নিকান্ডে আবাসনের ১০টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিতঃ ৯:৫৫ অপরাহ্ন | জানুয়ারী ০৩, ২০১৯

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

ঝালকাঠিতে অগ্নিকান্ডে আবাসনের ১০টি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাঞ্জীপুহরিপাড়া গ্রামের আবাসন প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আবাসনে নিন্ম আয়ের মানুষ বসবাস করেন। সকালে তাঁরা যে যার কাজে বেড়িয়ে পড়েন। শুধুমাত্র ঘরে ছিলেন বঙ্কিম রায়ের পরিবার। তাদের রান্না ঘর থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় আবাসনের ১০টি বসতঘর। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তারা গৃহহীন মানুষগুলো অসহায় হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সেলিম বলেন, একঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে যারা বসবাস করে, তাঁরা নিন্ম আয়ের মানুষ। আগুনে তাদের বসতঘরের সবগুলো মালামাল পুড়ে গেছে।

দেখা হয়েছে: 535
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪