|

ঝিকরগাছায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

প্রকাশিতঃ ৯:৫৩ অপরাহ্ন | মার্চ ২২, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় মাটির নিচ থেকে আটটি পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কৃষ্ণনগর মাঠপাড়ার একটি ফসলি জমি থেকে এ রকেট লাঞ্চারগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, সকালে কৃষ্ণনগর গ্রামের আজিজুর রহমান জমিতে মাটি কাটতে গিয়ে মাটির নিচে ওই রকেট লাঞ্চারগুলো দেখতে পান।

পরে থানায় খবর দেয়া হলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম, যশোরের সার্কেল এসপি নাসের উদ্দীন, র্যাব-৬ যশোর ক্যাম্পের সিনিয়র ডিএডি আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিমসসহ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রকেট লাঞ্চারগুলো থানায় নিয়ে যায়।

ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে রকেট লাঞ্চারগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। তবে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা তদন্ত না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।

দেখা হয়েছে: 361
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪