|

ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নেতারা গনসংযোগে মহাব্যস্ত

প্রকাশিতঃ ১১:২৬ অপরাহ্ন | অগাস্ট ২৭, ২০১৮

ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নেতারা গনসংযোগে মহাব্যস্ত

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নেতারা ঈদুল আযহার ছুটিতে বাড়ি এসে এখন গনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা গ্রামে গ্রামে গিয়ে ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে ব্যস্ত দিন অতিবাহিত করছেন।

রোববার বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জনপ্রীয় কন্ঠশিল্পী মনির খান নিজ গ্রাম মহেশপুর উপজেলার মদনপুরে অবস্থান করছেন। তিনি নিজ গ্রামের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গনসংযোগে অংশ নেন। ঈদ পরবর্তী সময়ে তিনি কোটচাঁদপুর ও মহেশপুর বিএনপির দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, জাতীয়তাবাদী দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ দলীয় অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন।

ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়ন, জামাল ইউনিয়ন, কোলা ইউনিয়ন, রায়গ্রাম ইউনিয়ন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল যোগে গণসংযোগ করেন।

এছাড়া ঈদের পর থেকেই তিনি নিশ্চিন্তপুর গ্রামের নিজ বাড়িতে বিভিন্ন উপজেলা, ইউনিয়নের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আন্দোলনে জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়ে কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্ট্যান্ড, মেইন বাসষ্ট্যান্ড ও কালীগঞ্জ বাজার, কোলা ইউনিয়নের গাজীর বাজার, মল্লিকপুর, খোড়ার বাজার, নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে গনসংযোগ করেন। এ সময় দলের সিনিয়র নেতারা তার সাথে ছিলেন।

দেখা হয়েছে: 586
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪