|

ঝিনাইদহে সরকারী বালক-বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিতঃ ৩:৩৩ অপরাহ্ন | ডিসেম্বর ২৯, ২০১৮

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী’র আয়োজনে সরকারী বালক/বালিকা বিদ্যালয়ে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে জেলা শহরের আদর্শপাড়া মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী প্রাঙ্গনে ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩১জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়।

এসময় এক আলোচনা অনুষ্ঠিত হয়। মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর অফিস সেক্রেটারি রুপালী পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.তপন কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শাহিনুর আলম লিটন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী’র সিনিয়র শিক্ষক সালেহা আলম। বিশেষ অতিথির আলোচনা রাখেন হরিনাকুন্ডু লালনশাহ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক শেখর শরিফ, শৈলকুপার জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক মতিউর রহমান, সাংবাদিক জাহিদুর রহমান তারিক, চিত্রাংকন শিক্ষক মিজানুর রহমান শাহিন প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.তপন কুমার রায় সহ অতিথিবৃন্দ বালক/বালিকা বিদ্যালয়ে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন।

আলোচকগন বলেন, শিশুদের সরকারী বালক/বালিকা বিদ্যালয়ে চান্স করাতে হবে, তা নয়। এর চেয়ে ঝিনাইদহে অনেক ভাল স্কুল আছে। কালেক্টরেট, কাঞ্চননগর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগন ভাল রেজাল্ট করতে পারে। তাই যারা চান্স পাননি, তারা একটুও চিন্তা করবেন না। শিশুদের চেয়েও অনেক অভিভাবক ভেঙ্গে পড়েন, এমনকি শিশুদের সামনে কান্না কাটি করে থাকেন।

আপনারা অভিভাবক, আপনারা ভেঙ্গে পড়লে চলবে না, কমলমতি শিশুরাও ভেঙ্গে পড়বে। অতিথিরা আরও বলেন, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী থেকে কমলমতি শিশুরা যা শিখেছে, তা যেকোন বিদ্যালয়ে গেলেও তাদের মেধার স্থান করে নিতে পারবে। অভিভাবকরা শিশুর দিকে একটু খেয়াল রাখবেন।

দেখা হয়েছে: 521
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪