|

ঝিনাইদহে ১ দিনের ব্যাবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪

প্রকাশিতঃ ১০:৫৩ অপরাহ্ন | জানুয়ারী ১০, ২০১৯

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে থামছে না সড়কে হত্যা, এক দিনের ব্যবধানেই ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ৩ টি স্থানে সড়কে দূর্ঘটনায় ৩ জন নিহত সহ ৪ জন আহত হয়েছে।

নিহতরা হলো উপজেলার পুকুরিয়া গ্রামের আলমসাধু চালক খায়রুল ইসলাম (২৭), শহরের বিশিষ্ট স্যানেটারী ব্যাবসায়ী সামসুজ্জামান রিকু (৩৫) ও কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের আলী হোসেন (৪৫)। দূর্ঘটনায় পারভেজ হোসেন সহ ৪ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০ টার দিকে শহরের নলডাঙ্গা সড়কের দরবেশ আলীর চাতালের সন্নিকটে একটি আলমসাধু উল্টে যায়। এতে আলমসাধুর চালক উপজেলার পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র খায়রুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়।

আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া ইটভাটার নিকট একটি ট্রাকের সাথে মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহরের স্যানেটারী ব্যাবসায়ী সামসুজ্জামান রিকু ঘটনাস্থলেই নিহত হয়। সে কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ার মসলেম উদ্দীন হাজীর ছেলে।

অপরটি বেলা ১১ টার দিকে কালীগঞ্জে মাহমুদপুর বটতলায় মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়। সে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের পুত্র।

২৪ ঘন্টার ব্যাবধানে সংঘটিত পৃথক ৩ টি সড়কের দূর্ঘটনায় পারভেজ হোসেন সহ আরো ৩ জন আহত হয়। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী পৃথক ৩ টি দূর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেখা হয়েছে: 472
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪