|

টংগিবাড়ী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা!

প্রকাশিতঃ ৪:৪১ অপরাহ্ন | ডিসেম্বর ৩১, ২০১৯

টংগিবাড়ী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা!

সামসুদ্দিন তুহিন টংগিবাড়ী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মঙ্গলবার (৩১ ডিসেম্ববর) টংগিবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক বাল্যবিবাহ মুক্ত ঘোষণা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালীর আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টা সময় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন এর সামনে হতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা কমপ্লেক্স ভবন এর সামনে হতে বের হয়ে টংগিবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হয়ে ফের উপজেলা কমপ্লেক্স ভবন এর সামনে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মাঠে র‌্যালী পরবর্তী আলোচনা সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন, বক্তরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনাসহ বিশেষ করে ইতিপূর্বে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সীকৃতি পাওয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার এর বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ ও ভুমিকার প্রশংসা করেন তারা। এর আগে গত ২৮শে ডিসেম্বর হাসাইল বানাঢ়ী ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সহকারী কমিশনার ভূমি উছেন মে,উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম (রাজু), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হামিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ওসি অপারেশন আজিজুর রহমান ,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, সোনারং টংগিবাড়ী ইউপি চেয়ারম্যান মাঝি মোঃ বেলায়েত হোসেন লিটন, হাসাইল বানাঢ়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালদার,দিঘির পাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন, ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন এর চেয়ারম্যানবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন টংগিবাড়ী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি সভাপতি কাজি মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক কাজি সাইফুল ইসলামসহ উপজেলার ১৩টি ইউনিয়ন এর নিকাহ রেজিস্ট্রারবৃন্দ ও স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

দেখা হয়েছে: 615
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪