|

টঙ্গীবাড়িতে আনন্দ মিছিল

প্রকাশিতঃ ৯:৩৫ অপরাহ্ন | অক্টোবর ১০, ২০১৮

টঙ্গীবাড়িতে আনন্দ মিছিল

সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ি প্রতিনিধিঃ
১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসী বিরোধী সমাবেশে নৃশংস নারকীয় ২১শে আগষ্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড ঘোষণায় টঙ্গীবাড়িতে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার বেলা ১২ টায় মামলার রায় ঘোষণার পরে, টঙ্গীবাড়ি বাজারে আনন্দ মিছিল করেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি সদর চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি।

এ সময় আনন্দ মিছিলে আরও অংশ গ্রহন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারু কাজী, সিনিয়র সহ সভাপতি মো: আমির হোসেন মাঝি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার, আরিফ হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার, নুর হোসেন বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান কবির খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রিপন খান, নবীন কুমার রায়, কবির হোসেন মাঝি, মো: দেলোয়ার হোসেন মাঝি, তারা মিয়া মাঝি, ইয়াদ আলী মাদবর, দর্পন মাঝি প্রমুখ।

আনন্দ মিছিল শেষে টঙ্গীবাড়ি চৌরাস্তায় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ লুৎফর রহমান, বক্তব্যে তিনি বলেন, ১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে নৃশংস ওই গ্রেনেড হামলা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল, আজ আমরা এর সঠিক বিচার পেয়েছি, তবে মূল আসামী তারেক জিয়ার যাবজ্জীবন দেয়ার অসুন্তস্ট প্রকাশ করে, তিনি বলেন তারেক জিয়ার মৃত্যুদন্ড চাই আমরা।

এ সময় আরও বক্তব্য রাখেন, যুবলীগ,ছাত্রলীগ,শ্রমীক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ।

দেখা হয়েছে: 429
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪