|

আগৈলঝাড়ায় টর্নেডোর ছোবলে লন্ডভন্ড বিভিন্ন গ্রাম

প্রকাশিতঃ ১১:৫২ অপরাহ্ন | এপ্রিল ১৯, ২০১৮

টর্নেডোর-ছোবলে-লন্ডভন্ড-Several villages of Landwand in Tornado Chowl in Agayljhara

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় টর্নেডোর ছোবলে বিভিন্ন গ্রাম লন্ডভন্ড হয়ে পরেছে। উঠতি পাকা ধান, পান বরজ, গাছ, ঘরবাড়ি, পোল্ট্রি ফার্ম ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পরায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক কোটি টাকা। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে ও রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর ছোবলে মূহুর্তের মধ্যে বেশ কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, মূহুর্তের মধ্যে টর্নেডোর আঘাতে বড় বাশাইল, ছোট বাশাইল, লখারমাটিয়া, চৌদ্দমেধা, সাজুরিয়া, কান্দিরপাড়, ভাজনা, বাহাদুরপুর, পশ্চিম গোয়াইল, চেঙ্গুটিয়া গ্রাম লন্ডভন্ড হয়ে যায়।

টর্নেডোর ছোবলে ২শ’ একর জমির উঠতি পাকা ধানের ক্ষতি বাবদ ১ কোটি টাকা, ৪০ একর পান বরজের ক্ষতি বাবদ ৮০লাখ টাকা, ৫২টি কাঁচা ঘরবাড়ি বিদ্ধস্ত হয়ে ৪০ লাখ টাকা, ৩ হাজার গাছপালা উপরে পরে ৮০ লাখ টাকা, ১০টি মুরগীর ফার্ম বিধ্বস্ত হয়ে ২৫লাখ টাকাসহ আনুমানিক সোয়া তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করে উপজেলা প্রশাসনের দপ্তরে জমা দেয়া হয়েছে।

বাকাল ইউনিয়নে ১শ’ একর জমির উঠতি পাকা ধান, ৫০ থেকে ৬০ লাখ টাকার পান বরজ, অন্তত ৩০ লাখ টাকার গাছপালা ও ৪৫টি কাঁচা ঘরবাড়ির ক্ষতিসহ ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করে উপজেলা প্রশাসনের দপ্তরে জমা দেয়া হয়েছে।

টর্নেডোর-ছোবলে-লন্ডভন্ড-Several villages of Landwand in Tornado Chowl in Agayljhara

আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হযরত আলী জানান, টর্নেডোতে উপজেলা সদরসহ গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পরেছে। ঝড়ের ছোবলে অন্তত ১৫টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গিয়ে ও বিভিন্নস্থানে গাছ পড়ে সঞ্চালন তার ছিড়ে গিয়ে বড় ধরণের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে রাজিহার ইউনিয়নে। তাৎক্ষণিকভাবে ডিজিএম ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি। তবে ২৬ ঘন্টা পর গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা সদরে বিদুৎ লাইন চালু হলেও প্রত্যন্ত এলাকায় কবে বিদুৎ লাইন চালু হবে তা বলতে পারেনি জোনাল অফিস।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, উঠতি ফসল ও পান বরজের ক্ষতির জন্য তালিকা তৈরি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল সাংবাদিকদের জানান, উপজেলার সর্বত্রই কালবৈশাখী ঝড়ে উঠতি পাকা ধান, পান বরজ, ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। দ্রুতগতিতে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

দেখা হয়েছে: 383
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪