|

ডিমলার ৩ ইউপি নির্বাচনে ১টিতে আ.লীগ দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রকাশিতঃ ১১:২৮ পূর্বাহ্ন | অক্টোবর ২৩, ২০১৮

ডিমলার ৩ ইউপি নির্বাচনে ১টিতে আ.লীগ দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় বিলুপ্ত ৪ ছিটমহলে দীর্ঘদিন থেকে সীমানা জটিলতা সংক্রান্ত মামলার কারণে স্থগিত হওয়া ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী ময়নুল হক (নৌকা) প্রতিক নিয়ে ৫হাজার ৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম শাহিন (আনারস) প্রতিক নিয়ে পেয়েছেন ৪হাজার ৮৯৩ ভোট। খগা খড়িবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম লিথন (চশমা) প্রতিক নিয়ে ৪হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের জাহাঙ্গীর আলম (নৌকা) প্রতিক পেয়েছেন ৩হাজার ৮১৮ ভোট ।অপরদিকে গয়াবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল হক (আনারস) প্রতিক নিয়ে ৭হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের শরিফ ইবনে ফয়সাল মুন (নৌকা) প্রতিক পেয়েছেন ৪হাজার ৫৬৮ ভোট। রোববার রাত ১১ টার পর বেসকারীভাবে ভোটের ফলাফল ঘোষনা করেন স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাগন ।

উল্লেখ্য ডিমলা উপজেলার চারটি ছিটমহল বিলুপ্ত হলে তিনটি ইউনিয়নের সীমানা জটিলতায় উচ্চ আদালতে মামলা দায়ের হয়। মামলার কারনে ২০১৬ সালের ঘোষিত তফশীলে ওই তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছিল। আদালতে মামলার নিষ্পত্তি হওয়ায় ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের যুগ্ন সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত পত্রে স্থগিত ইউনিয়ন তিনটির নির্বাচনী তফশিল ঘোষনা করলে রোববার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেখা হয়েছে: 539
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪